খুলনা, বাংলাদেশ | ১৪ কার্তিক, ১৪৩১ | ৩০ অক্টোবর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বোমা, অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দলের ৪ সদস্য আটক
  নড়াইলের তুলারামপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
  চট্টগ্রামে জুস কারখানায় আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ এনেছে ফায়ার সার্ভিস
  সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
খুলনায় ড্যাব’র মানববন্ধন

খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের চক্রান্ত করছে সরকার : মনা

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মেডিকেল কিলিংয়ের আয়োজন করেছে। একজন সাবেক সফল প্রধানমন্ত্রী ও সিনিয়র সিটিজেন হিসেবে গুরুতর অসুস্থ খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসা পাওয়ার দাবিদার। কিন্ত আইনের দোহাই দিয়ে সরকার টালবাহানা করছে।

তিনি বলেন, সরকার পতনের ঘন্টাধ্বনি বাজছে টের পেয়ে তারা বেসামাল হয়ে উঠেছে। রাজনৈতিক সংগঠনের পাশাপাশি পেশাজীবীরাও আজ রাজপথে। ছাত্রশক্তি ও পেশাজীবী সমাজ যখন রাজপথের আন্দোলনে নেমে আসে, তখন অবৈধ শাসকের মসনদ ভেঙ্গে ধসে পড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নিতে পেশাজীবীদের প্রতি আহবান জানান তিনি।

সংকট মূহুর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রবিবার (১৫ অক্টোবর) বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ড্যাব খুমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. সেখ মোঃ আখতার উজ জামান। সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. শাহজাহান।

বিকেল সোয়া ৩টায় শুরু হয়ে ঘন্টাব্যাপি চলা এই মানববন্ধনে অ্যাপ্রোন পরিহিত অবস্থায় খুলনার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা অংশ নেন।

এ সময় সংহতি প্রকাশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, নগরের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদ আলী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খন্দকার হাসিনুল ইসলাম নিক, কাজী মিজানুর রহমান, শেখ ইমাম হোসেন, কাজী নেহিবুল হাসান, আব্দুল আজিজ সুমন, মোঃ তাজিম বিশ্বাস। পেশাজীবী সংগঠনের অ্যাডভোকেট মাহফিজুর রহমান মফিজ, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, সাংবাদিক এহতেশামুল হক শাওন ও আশরাফুল ইসলাম নুর, শিক্ষাবীদ মো. খালিদ হোসেন।

চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডা. মফিজুর রহমান, ডা. বি জামান, ডা. তাজ, ডা. মোস্তফা, ডা. হাসিব, ডা. হাসান, ডা. উত্তম, ডা. জসীম, ডা. হানিফ, ডা. আরিফ, ডা. জুয়েল প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!