খুলনা মহানগরীর খালিশপুরে অনুমোদনহীন এবং নকল খাদ্যদ্রব্য যেমন হরলিক্স, জেলি ইত্যাদি তৈরির অপরাধে অর্ধলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাস্তুহারা কলোনিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে এ অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের সূত্রে জানা যায়, খাদ্যে ভেজাল প্রতিরোধের বিরুদ্ধে চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর খালিশপুর বাস্তুহারা কলোনিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনহীন এবং নকল খাদ্যদ্রব্য যেমন হরলিক্স, জেলি ইত্যাদি তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া কোনো ধরনের অনুমোদন ছাড়াই বাড়িতে খাদ্যদ্রব্য তৈরি এবং বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধ আমলে নিয়ে সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন খালিশপুর থানার পুলিশ সদস্য, বিএসটিআই এবং এনএসআই এর কর্মকর্তারা।ভেজালমুক্ত এবং স্বাস্থ্যসম্মত খাদ্যমান নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট /এমএম