খুলনা মহানগরীর খালিশপুর জংশন মোড়ে সোনালী ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউটের ভবনের দ্বিতীয় তলার একটি বাসায় রান্না ঘরে আগুন লেগেছে। বুধবার (২ মার্চ) রাত সাড়ে ৮টায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার দিয়ে এই আগুন লাগে। স্থানীয়দের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে খালিশপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আসে।
খালিশপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মালেক আলী সরদার এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, আগুন রান্না ঘরের বাইরে আসেনি। দ্রুত আগুন নিভে গেছে। তেমন কোন ক্ষয়ক্ষতিও হয়নি।