খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

খালিশপুর আবার শিল্প নগরীতে পরিণত হবে : শ্রম প্রতিমন্ত্রী

গেজেট ডেস্ক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন, যারা নির্বাচন বানচাল করতে নৈরাজ্য সৃষ্টি করবে তাদেরকে কঠোর জবাব দেয়া হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে যা যা করা দরকার আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তা করবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের সকল মিল কলকারখানা বন্ধ করেছিলে। শ্রমিকরা না খেতে পেরে কাফনের কাপড় পরে আন্দোলন করেছিল। শ্রমিক দরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মিল চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করেছে। শেখ হাসিনা মিল বন্ধ করেনি উৎপাদন স্থগিত করেছিলেন। এখন মিল আবার চালু হচ্ছে। সমর্থবান দক্ষ শ্রমিকরা এসব মিলে চাকরী পাবে। খালিশপুর আবার শিল্প নগরীতে পরিনত হবে। তিনি বলেন, এই মিল নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সেজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ৮নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এম তৈয়েবুর রহমানের সভাপতিত্বকে এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, শ্রমিক নেতা মোঃ হেমায়েত উদ্দিন আজাদী, শারমিন রহমান শিখা, কাউন্সিলর শাহিদুর রহমান, কাউন্সিলর খুরশিদ আহমেদ টোনি, মোঃ সফিউল্লাহ, আব্দুস সাত্তার লিটন, মোর্শেদ আহমেদ মনি, জিয়াউল আলম খান খোকন, সরদার আলী আহমেদ,মোঃ ইমরুল হোসেন, মোল্লা হায়দার আলী, মোঃ জিয়াউর রহমান।

এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, শেখ সৈয়দ আলী, সৈয়দ আরব আলী, আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ আহমদ, শেখ মুরাদ হোসেন, খসরুল আলম, মোঃ জাকির হোসেন, মোঃ শাজাহান জমাদ্দার, আসলাম আলী, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, কাউন্সিলর মাহফুজুর রহমান লিটন, কাউন্সিলর শেখ খালিদ আহমেদ, কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স, কাউন্সিলর মোঃ ডালিম হাওলাদার, কাউন্সিলর নাঈমুল ইসলাম খালিদ, কাউন্সিলর রাফিজা খাতুন মারা, কাউন্সিলর খাদিজা সুলতান সোনালী, তসলিমা আক্তার লিমা, ডা: সায়েব, মুজিবুর রহমান, হাসান হাফিজুর রহমান, কাজী শফিকুর ইসলাম মিঠু, মাস্টার দেলোয়ার হোসেন, মোল্লা হুমায়ূন কবির, মঞ্জুরুল আলম মঞ্জু, আব্দুল মজিদ বকুল, সাজিয়া আক্তার কল্পণা, শফিকুল ইসলাম অভি, তানভীর হাসান নয়ন, আবু হেনা মোস্তফা ফিরোজ, আব্দুল্লা আল মামুন মিলন, রিপন খান, আক্তার হোসেন, হাজেরা খাতুন, রানা বেগম, জোৎস্না বেগম, সালমা বেগম, দীন ইসলাম, হিমায়িত উদ্দিন, মুরাদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!