সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের ৩ জন ইউপি সদস্যের নেতৃত্বে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে চাল পাওয়া উপকারভোগীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ নভেম্বর)
সকালে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগেও ওই ৩ জন জন ইউপি সদস্য উপকারভোগীদের নিয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা ও কলারোয়া ইউএনওসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের দাবি ছিল প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ কেজি চাল আমরা বিগত ৫ বছর যাবত পেয়ে আসছি কিন্তু বিগত ২ মাস ধরে তা পাচ্ছি না। তারা আরো বলেন,বর্তমান চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি আমাদের নাম কেটে সেখানে নতুন নাম বসিয়েছে বলে আমরা জানতে পারি।
এ বিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী ভিপি বলেন, আমি বিগত ৩ বার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৬ সালে আমি প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদের নিকট পরাজিত হওয়ার সাথে সাথে আমার দেওয়া খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ার ২ মাসের মাথায় ১১৩০ জনের তালিকার মধ্যে ৮৩০ জনের নাম কেটে সেখানে তাদের পছন্দের লোকের নাম অর্ন্তভূক্তি করে যাহা এখনো চলমান রয়েছে। আমি ২০১৬ সালে সাবেক চেয়ারম্যান হিসাবে সে সময়ে ঐ ৮৩০ জন হতদরিদ্র পরিবারকে সাথে নিয়ে জেলা প্রশাসক ও ইউএনও মহোদয়ের শ্বরনাপন্ন হয়েছিলাম। তবে কোন সমাধান মেলেনি। ভাতা ভোগীদের ডাটাবেইজ তৈরীর পাশাপাশি ধনী পরিবার, এক পরিবারে একাধিক কার্ড, মৃতব্যক্তি, বিদেশে অবস্থান করা ভাতা ভোগীদের নাম পরিবর্তনের আদেশে বর্তমানে অনলাইন করার কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে ৬ শতাধিক ভাতাভোগীর ডাটাবেইজ তৈরী হয়ে গেছে তারা নিয়মিত চাউল উত্তোলন করছেন। বাকীদের কাজ চলমান রয়েছে।
খুলনা গেজেট/ টি আই