খুলনার কয়রায় হরিণের ১৬ কেজি মাংসসহ রফিকুল ইসলাম গাজী (৬০) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। গত ১০ সেপ্টেম্বর (শুক্রবার) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা গ্রামের মৃত আমিন উদ্দীন গাজীর ছেলে।
কয়রা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেনের নির্দেশনায় কাটকাটা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এস আই তাউভির দক্ষিণ বেদকাশী ইউনিয়নে অভিযান পরিচালনাকালে আংটিহারা কাস্টম অফিসের পাশ থেকে হরিণের মাংস পাচারকালে একজনকে আটক করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী সদস্যের অন্যরা পালিয়ে যায়।
কয়রা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম