স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালন উপলক্ষে কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস এর সভাপতিত্বে বক্তৃতা করেন বিশেষ অতিথি কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কমলেশ কুমার সানা, নাসিমা আলম ও সহকারি কমিশনার (ভূমি) মো. নূর ই আলম সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান, অধ্যক্ষ আমিনুর রহমান, অধ্যক্ষ অদ্রীশ আদিত্য মন্ডল, প্রধান শিÿক বিকাশ চন্দ্র মন্ডল, অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায়, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার পাড়, জি এম কবি শামছুর রহমান, আমির আলী গাইন, মোহা. হুমায়ূন কবীর, বিজয় কুমার সরদার, সরদার নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফুল ইসলাম টিংকু সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় জাতীয় শোকদিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্দেশ্যে সকলের মতামতের ভিত্তিতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
খুলনা গেজেট/এনএম