খুলনা, বাংলাদেশ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  এই ইসির অধীনে নির্বাচন করবে না এনসিপি : নাসিরুদ্দীন পাটোয়ারী
  নিরপেক্ষতায় উদ্বেগ এনসিপির : মন্তব্যে নারাজ ইসি
  করিডোর নিয়ে কারো সাথে কোনো আলোচনা হয়নি: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

কয়রায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ

 নিজস্ব প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার ১৭৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ট্যাব বিতরণ করা হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান দপ্তরের আয়োজনে সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ট্যাব বিতরণ করা হয়।

কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার,সহকারি পরিসংখ্যান অফিসার মনোজ মন্ডল।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় কয়রা উপজেলার ২৯টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ১৭৪ জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে শিক্ষার্থীরা দারুণ খুশি হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!