সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে নুর ইসলাম মোড়ল নামের এক জেলেকে আটক করেছে বনবিভাগ।
সোমবার সকাল ১০ টার দিকে কয়রা নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় নৌকা, অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।সে উপজেলার তেতুলতলা গ্রামের সবুর মোড়লের ছেলে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিকে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।