কয়রা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুন) বেলা ১ টার সময় উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘোড়িলাল গ্রামের তৈয়েবুর মোল্লার পুত্র তোহিদুল মোল্লার (২১) বজ্রপাতে মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শাকবেড়িয়া নদীতে প্রতিদিনের মতো তৈয়েবুর বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়েছিলো। এমতো অবস্থায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষন পরে হঠাৎ বিদ্যুৎ চমকালে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন তার পরিবার।