খুলনা, বাংলাদেশ | ২ কার্তিক, ১৪৩১ | ১৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দল ও ধর্মের ভিত্তিতে দেশে কোনো বৈষম্য চায় না জামায়াত
  ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

কয়রায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

কয়রা প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস (১৫ আগষ্ট) যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে কয়রা উপজেলায় পালন করা হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কয়রা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগি সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।

এরপর সকাল ১০ টায় শুরু হয় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা। কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান কমলেশ কুমার সানা, নাসিমা আলম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নূর ই আলম সিদ্দিকী, কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন, টিএইচও ডাক্তার সুদীপ বালা, উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, অধ্যক্ষ আমিনুর রহমান, অদ্রীশ আদিত্য মন্ডল, প্রকল্প অফিসার সাগর হোসেন সৈকত, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহা. হুমায়ূন কবীর, প্রেসক্লাব সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরীফুল ইসলাম টিংকু সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

দিনটি উপলক্ষ্যে জাতির পিতার রূহের মাগফিরাত কামনায় বিভিন্ন মসজিদ, হেফজখানায় কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে তার আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও দিনটি উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করা হয়।

একই দিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিজয় কুমার সরদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব মো. আকতারুজ্জামান বাবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কমলেশ কুমার সানা সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

 

 

খুলনা গেজেট / নাফি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!