আওয়ামী লীগকে বাঁচাতে চাইলে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বর্তমান সরকারের সাথে পাকিস্তানী শাসক গোষ্ঠীর কোনো পার্থক্য নেই বলেও অভিযোগ করেন তিনি। জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রায় দুই যুগ পর জাতীয়তাবাদী কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। সম্মেলনে কৃষকদের দাবি পূরণে খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির বিকল্প নেই বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়।’ বিএনপিকে নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সমালোচনারও জবাব দিয়ে বলেন, ‘নিজের ঘর সামলান।’ অথর্বদের সরিয়ে যোগ্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব।
খালেদা জিয়ার সাজা স্থগিত করলেও, কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
খুলনা গেজেট/ টি আই