খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রক্টর নিয়োগ নিয়ে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

ক্ষমতায় থাকতে রেল বন্ধের পরিকল্পনাও করেছিল বিএনপি : প্রধানমন্ত্রী

গে‌জেট ডেস্ক

ক্ষমতায় থাকতে বিআরটিসির মতো রেল বন্ধ করার পরিকল্পনাও করেছিল বিএনপি-এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার(২৬ এপ্রিল) সকালে রেল মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি।

মুজিববর্ষ উপলক্ষ্যে একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচ নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর এবং উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ কোচ লোকোমেটিভের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যেকোনে দুর্যোগের রেল বাংলাদেশের মানুষকে সেবা অব্যাহত রাখায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাত্র সাড়ে তিনবছরের মধ্যেই রেলসহ সমস্ত দেশকে পুনর্গঠন করেছিলেন জাতির পিতা। কিন্তু ক্ষমতা দখল করে রেলকে বন্ধ করার পরিকল্পনা করেছিল বিএনপি।

দেশের মানুষের সেবা করাই সরকারের প্রধান লক্ষ্য এমনটি জানিয়ে সরকারপ্রধান বলেন, রেলও এখন লাভবান সেবায় পরিণত হয়েছে। বলেও মন্তব্য করেন তিনি।

ঘনবসতিপূর্ণ দেশে অল্প খরচে সহজে চলাচল ও পণ্য পরিবহনের বাহন ট্রেন। তাই যাত্রী পরিবহণ ও উৎপাদিত পণ্য বাজারজাত করতেই রেলকে সম্প্রসার করতেই কাজ করছে সরকার বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!