খুলনা, বাংলাদেশ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত-পাকিস্তান সংঘাত চায় না বাংলাদেশ, আলোচনার মাধ্যমে সমাধানের আহবান
  বাংলাদেশি আটকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
  কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে গাড়িচাপায় নিহত ৯
  কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলি

ক্ষমতার নয়, বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে: এড. মনা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে ফেলা হচ্ছে? পৃথিবীর কোথাও তো এমনটি করা হয় না। গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র মানে নদীর প্রবল স্রোতের মতো একটি পদ্ধতি, একটি ধারাবাহিকতা। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য।

শনিবার (২৬ এপ্রিল) রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটাধিকারের জন্য আমরা গত ১৫-১৬ বছর ধরে লড়াই করছি, সেটি এখনো নিশ্চিত হয়নি। সেটি নিশ্চিত করার পথেই আমরা এগোচ্ছি। জনগণের ভোটাধিকার নিয়ে কোনো টালবাহানা করা চলবে না। কারণ, ভোটের অধিকারের জন্যই তো মানুষ সংগ্রাম করেছে।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিএনপির একার নয়। বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, সেগুলো ৩১ দফায় বিস্তারিত বলা আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই। ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর ফ্যাসিবাদ আসতে পারবে না। বর্তমান অন্তর্বরতী সরকার যে সংস্কার করে নির্বাচনের কথা বলছে তার সঙ্গে বিএনপির ৩১ দফার অনেক মিল আছে।

২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান রুনু পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ফখরুল আলম, হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষক বাদশা খান, শিক্ষক আসমা ইসলাম, মানবাধিকার নেতা লিয়াকত আলী সরদার, চিকিৎসক লিয়াকত আলী, কবির হোসেন, গাজী আবু সাঈদ, এ্যাড. গণেশ কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী রাম পোদ্দার, সাঈদ হাসান লাভলু, একরামুল কবির মিল্টন, আহসান হাবীব বাবু, আফজাল হোসেন, মিজানুর রশিদ মিজান, আলম হাওলাদার, কাজী সাইফুল ইসলাম , কাজী মাহবুবুর রহমান, মাসুদ আলম শামীম, মামুনুর রশিদ, শাহীন কাদির, নাসরিন হক শ্রাবণী, এ্যাড. কামরুন্নাহার হেনা, জাহাঙ্গীর হোসেন, পলাশ হোসেন, ইসারুল গাজী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৫নং ওয়ার্ডের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!