‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যেখানে শেষ ষোলোয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একাদশকে বেছে নিয়েছেন ব্রাজিল কোচ তিতে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
মরুর বুকে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে ব্রাজিল। কেননা সেলেসাওদের বিপক্ষে কখনই জয়ের দেখা পায়নি ক্রোয়েশিয়া। সব প্রতিযোগিতা মিলিয়ে আগের চার দেখায় তিনটি ম্যাচে জিতেছে ব্রাজিল, একটি হয়েছে ড্র।
ব্রাজিলের শুরুর একাদশ : অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, মার্কুইনহস, থিয়াগো সিলভা, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, রাফিনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন।
ফরমেশন : ৪-২-৩-১
ক্রোয়েশিয়ার শুরুর একাদশ : লিভাকোভিচ (গোলরক্ষক), জুরানকভিচ, লভরেন, জিভারডিওল, সোসা, লুকা মদ্রিচ, ব্রোজোভিচ, কোভাসিচ, পেসেলিচ, ক্রামারিচ, পেরিসিচ।