খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপিনেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় সমর্থকদের অবস্থান
  সাজার বিরুদ্ধে ডা. জোবাইদা রহমানের আপিল শুনানি আগামীকাল : হাইকোর্ট

ক্রিকেটার স্টাফসহ ১০০ জনের আরেক দফা করোনা টেস্ট করালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

আর একদিন পর বিসিবি ‘প্রেসিডেন্স’ কাপ তিন দলের ওয়ানডে আসর। ১১ অক্টোবর দুপুরে মাহমুদউল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্ত একাদশের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। অংশ নেবেন জাতীয় দল, এইচপি ও যুব বিশ্বকাপ বিজয়ী ৪৫ ক্রিকেটার।

এদিকে ঐ তিন দলের ৫১ (প্রতি দলে ১৫ জন করে সদস্য ও তিনজন স্ট্যান্ডবাইসহ) ক্রিকেটারের তিনদিনের ছুটি প্রায় শেষ। তারা সবাই ১০ অক্টোবর হোটেল সোনারগাঁয় উঠবেন। তবে করোনার সময়ে তো আর এমনি এমনি হোটেলে চেক-ইন সম্ভব নয়, হোটেলে ওঠা আর মাঠে নামার পূর্ব এবং প্রধান শর্তই হলো কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়া।

আজ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্ত বাহিনীর সব ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ, টিম বয়, বাসের ড্রাইভার, হোটেল স্টাফ, মাঠকর্মীসহ যারা ক্রিকেটারদের সংস্পর্শে যাবেন-তাদের সবার করোনা টেস্ট করা হয়েছে।

ডাঃ দেবাশীষ আরও জানান, এই করোনা টেস্টে উত্তীর্ণরাই কেবল আগামীকাল (শনিবার) হোটেলে উঠতে পারবেন এবং তারপর পরশু ১১ অক্টোবর থেকে তিন দলের ওয়ানডে সিরিজ ‘বিসিবি প্রেসিডেন্স কাপে’ ব্যাট ও বল হাতে মাঠে নামতে পারবেন।

দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা শুক্রবার সবার করোনা টেস্ট করিয়েছি। আগের নিয়মে যারা নেগেটিভ হবে, তারাই কেবল হোটেলে উঠতে পারবে। পজিটিভরা ছিটকে পড়বে।’

যেহেতু করোনার এই সময়ে কারও পজিটিভ হওয়ারও ঝুঁকি রয়েছে। সেই দিকটি মাথায় রেখেই প্রতি দলে তিনজন করে স্ট্যান্ডবাই ক্রিকেটার দেয়া হয়েছে। প্রতি দলের ১৫ জনের মধ্য থেকে কেউ কোভিড-১৯ পজিটিভ হলে তার বদলে স্ট্যান্ডবাই থেকে ক্রিকেটার নেয়া হবে।

এদিকে সব কিছু ঠিক থাকলে আজ রাত ১১টার ভেতরে রিপোর্ট হাতে পেয়ে যাবেন বিসিবি প্রধান চিকিৎসক। তার দেয়া তথ্য অনুযায়ী, সে রিপোর্ট রাতের ভেতরই চলে যাবে ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে। তারা সব দেখে ব্যবস্থা নেবেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!