খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ক্যাম্পের আগে ক্রিকেটারদের বাসায় গিয়ে করোনা পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফরের জন্য প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার আগে ক্রিকেটারদের বাসায় গিয়ে করানোভাইরাস পরীক্ষা করানো হবে। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে অন্তত তিন দফায় করোনাভাইরাস পরীক্ষা করানো হবে স্কোয়াডের সব ক্রিকেটারের।

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় যাওয়ার কথা বাংলাদেশ দলের। সফরের আগে দেশে কয়েকদিন অনুশীলন করবে দল। তখন ক্রিকেটারদের রাখা হবে ঢাকার কোনো একটি হোটেলে। বিসিবিতে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম জানালেন, ক্রিকেটারদের ঝুঁকিমুক্ত রাখতে দফায় দফায় পরীক্ষা করানো হবে।

“১৮ তারিখ আমরা সবার বাসায় গিয়ে কোভিড টেস্ট করবো। এরপর ২০ তারিখের দিকে হোটেলে ওঠার চিন্তা-ভাবনা করেছি। ২১ তারিখ থেকে কিছুদিন অনুশীলন করে আমরা শ্রীলঙ্কা যাব।”

“আমরা এখানে ১৮ তারিখ একবার টেস্ট করাব, ২১ তারিখ একবার করাব এবং যাওয়ার আগে আরেকবার হবে। সেখানে গিয়েও করাতে হবে। যতটুকু শুনলাম, শ্রীলঙ্কা বোর্ডও ঘনঘন টেস্ট করাবে। এরপরও কেউ আক্রান্ত হলে কোয়ারেন্টিনে রাখতে হবে, এসব নিয়ে চিকিৎসকদের সাথে আলাপ-আলোচনা হচ্ছে। যতটুকু সতর্ক থাকা যায়, সব চেষ্টা করা হবে।”

আকরাম জানালেন, সফরের জন্য ২০-২২ জনের স্কোয়াড সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করবে বিসিবি। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলও। এইচপি দলের স্কোয়াড হতে পারে ২৪ জনের। চার্টার্ড ফ্লাইটে যাবে দুই দলই।

শ্রীলঙ্কা সফরে এবার স্থানীয় দলগুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে না। এইচপি দলের সঙ্গেই জাতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলবে বলে জানালেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর থেকেই ছুটিতে আছেন জাতীয় দলের কোচিং স্টাফের সবাই। আকরাম নিশ্চিত করলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই তারা চলে আসবেন, যাতে নির্দিষ্ট সময় কোয়ারেন্টিনে থাকার পর অনুশীলনে যোগ দিতে পারেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!