পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো বিশ্বকাপ আয়োজক ভারত। ১২ বল হাতে রেখে শক্তিশালী নিউজল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে এ জয় পায় রোহিতের দল। নিউজল্যান্ডের দেওয়া ২৭৪ রান লক্ষপূরণে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। আর এই বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল ব্লাকক্যাপরা। এদিনও নিজের শতক না পেলেও দলের জয় পান বিরাট কোহেলি। তিনি আউট ১০৪ বলে ৯৫ রান করে সাজঘরে ফেরেন।
রোববার (২২ অক্টোবর) এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৯ রানে ব্যক্তিগত শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলীয় ১৮ রানে নিজেদের আরেক ওপেনার উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। তবে, এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা।
তৃতীয় জুটিতে ১৫৭ রানের বিশাল জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৭৫ রানে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। বাঁহাতি অলরাউন্ডারের বিদায়ের পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
ভারতীয় পেসার শামির পেস তাণ্ডবে কিউই ব্যাটারা ব্যর্থ হন। ফলে বড় সংগ্রহের আশা জাগিয়েও ২৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে দারুণ ব্যাট করা মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে ১৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন মোহাম্মাদ শামি।
এর আগে ড্যারিল মিচলের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে রানের চাকা সচল রেখে দলকে বিপদমুক্ত করেন রাচিন রবীন্দ্র ও মিচেল। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ৯ রানে ব্যক্তিগত শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। দলীয় ১৮ রানে নিজেদের আরেক ওপেনার উইল ইয়াংকে হারায় নিউজিল্যান্ড। তবে, এরপরই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা।
তৃতীয় জুটিতে ১৫৭ রানের বিশাল জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৭৫ রানে শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রবীন্দ্র। বাঁহাতি অলরাউন্ডারের বিদায়ের পর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড।
ভারতীয় পেসার শামির পেস তাণ্ডবে কিউই ব্যাটারা ব্যর্থ হন। ফলে বড় সংগ্রহের আশা জাগিয়েও ২৭৩ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ব্যাট হাতে দারুণ ব্যাট করা মিচেল ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে ১৩০ রানে প্যাভিলিয়নে ফেরেন। নিজের ইনিংসে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান তিনি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন মোহাম্মাদ শামি।
খুলনা গেজেট/কেডি