খুলনা দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকায় হরিণের মাংস সহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আটককৃত ব্যক্তি কালাবগী গ্রামের রহিম সানার ছেলে মোঃ জাফর সানা (৩৯)।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রেস নোটের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। প্রেস নোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল গত সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় খুলনা জেলার দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২৭ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে।
জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।