বুদ্ধিজীবী বা জ্ঞানীদের বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। একটি সমাজের প্রাণ বা মেরুদণ্ড হল বুদ্ধিজীবি সম্প্রদায়। পবিত্র কোরআনের একাধিক আয়াত ও হাদিসে জ্ঞানীদের সম্মান জানানো হয়েছে।
বর্ণিত হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন। আর যা কিছু তোমরা কর, আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত।’ (মুযাদালা ১১)
আরেক আয়াতে বলা হয়েছে, ‘আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? বুদ্ধিমান লোকেরাই তো নসীহত কবুল করে থাকে। -( সুরা, যুমার, আয়াত, ৯)
আরও বর্ণিত হয়েছে, ‘প্রকৃত কথা এই যে, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইলম (জ্ঞান) সম্পন্ন লোকেরাই তাঁকে ভয় করে। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী ও ক্ষমাশীল।’ -( সুরা ফাতির, আয়াত, ২৮)
একাধিক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জ্ঞান সাধনায় উদ্বুদ্ধ করেছেন। তিনি ঘোষণা করেন, ‘শিক্ষিত সম্প্রদায় নবীর উত্তরাধিকারী। যে জ্ঞানকে ব্রত হিসেবে গ্রহণ করেছে, সে তার এক বিরাট অংশ অধিকার করেছে এবং যে জ্ঞানার্জনের পথে নিজেকে নিয়োজিত করে আল্লাহ তার জন্য বেহেশতের পথ সুগম করেন।’ ‘জ্ঞানের অন্বেষণে যে তার বাসস্থান ত্যাগ করে সে আল্লাহর পথে ভ্রমণ করে।’
জ্ঞানীদের বিশেষ কদর করতেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন যুদ্ধে বন্দী অমুসলিম বুদ্ধিজীবীদের মুক্তিপণ হিসেবে আর্থিক বা বৈষয়িক সুবিধার বদলে তারা কোনো মুসলমানকে অক্ষরজ্ঞান দান করলে মুক্তি দেওয়া হবে এমন শর্ত নির্ধারণ করতেন। এক হাদিসে বলা হয়েছে, ‘রাতে কিছু সময় জ্ঞানচর্চা করা সারা রাতের নফল ইবাদতের চেয়ে উত্তম।’ -(দারিমির সুনান থেকে মিশকাতে)
সমাজের শিক্ষক শ্রেণীপেশার মানুষজনই বেশির ভাগ ক্ষেত্রে বুদ্ধিজীবি হয়ে থাকে। ইসলামে শিক্ষকের মর্যাদা অপরিসীম। প্রিয় নবী (সা.) বলেন, ‘কল্যাণকর বিদ্যা শিক্ষা দানকারীর জন্য (প্রাণ-প্রকৃতির) সব কিছু আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। ’ (তিরমিজি) বুদ্ধিজীবীরা ‘জ্ঞানের খনি’। প্রিয় নবী (সা.) বলেন, সোনা ও রুপার খনির মতো মানুষও খনিতুল্য। ’ (মুসলিম)
প্রিয় নবী (সা.) বলেন, ‘‘যারা লোকদের ভাল কথা শিক্ষা দেয়, তাদের ওপর আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ এবং আসমান জমিনের সমস্ত মাখলুক— এমন কি পিঁপড়া আপন গর্তে এবং মাছ (পানির ভিতর আপন আপন পদ্ধতিতে) রহমতের দোয়া করে। (তিরমিজি, হাদিস : ২৬৮৫; জামিউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস : ১১০৬২; আল-মুসনাদুল জামে, হাদিস : ৫৩২২)
খুলনা গেজেট/ বিএমএস