কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমে দারুণ সূচনা করে ব্রাজিল। এই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে নেইমার বাহিনী। ব্রাজিলের হয়ে গোল তিনটি করেন মারকুইনোজ, নেইমার ও গ্যাব্রিয়েল।
ম্যাচের প্রথমার্ধ থেকেই আধিপত্য বজায় রাখে ব্রাজিল। ২৩ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন দলের ডিফেন্ডার মারকুইনোজ। নেইমারের কর্নার কিক আরও একবার বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠল। রিচার্লিসনের কাছে যাওয়া বলটি ফ্লিক করে গোল পোস্টের কাছে পাঠিয়ে দেন। লুই মার্টিনেজকে টপকে বলের দখল মারকুইনোজ। এরপর তিনি কোনো ভুল করেননি। মারকুইনোজ গোল পেলেও সুযোগ এসেছিল মিলিতাও এবং নেইমারের কাছে। সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকুয়েতার বদলে মাঠে নামেন এভারটন রিবেইরো। ৪৮ মিনিটে নেইমারের পাস থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন রিচার্লিসন। কিন্তু, বলটা পোস্টের খানিকটা ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫২ মিনিটে নেইমারের কাছে গোল করার সুবর্ণ সুযোগ আসে। গ্যাব্রিয়েল জেসাস ক্রস করে দারুণ বলটাকে বাড়িয়েছিলেন। স্লাইড করে এগিয়ে গেলেও তিনি বলে পা ঠেকাতে পারলেন না।
কোপা আমেরিকার শেষ ১৩টা ওপেনিং ম্যাচে ব্রাজিল হারেনি। ৬১ মিনিটে ব্রাজিলের কাছে আবারো সুযোগ আসে। বক্সের মধ্যে দানিলোকে ফাউল করেন ইয়োহান কুমানা। পেনাল্টি থেকে সহজেই গোল আদায় করে নেন নেইমার। এটা নেইমারের আন্তর্জাতিক ম্যাচে ৬৫তম গোল।
ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে ৮৯ মিনিটে তৃতীয় গোল পায় ব্রাজিল। নেইমারের বাড়িয়ে দেওয়া বল গ্যাব্রিয়েল পাঠান ভেনেজুয়েলার জালে। আর এতেই ৩-০ গোলে নিজেদের জানান দেয় অন্যতম ফেবারিট ব্রাজিল। সেই সঙ্গে নিজে একটি গোল করে ও অপর দুটি করিয়ে ম্যাচ শেষে সেরার কৃতিত্ব বুঝে নেন নেইমার।
খুলনা গেজেট/ টি আই