গত দশকে দুই বার খুব কাছে গিয়েও জেতা হয়নি কোপা আমেরিকার শিরোপা। আর্জেন্টিনার আক্ষেপটা অবশ্য আরও পুরোনো। ২৮ বছর ধরে আন্তর্জাতিক শিরোপা নেই তাদের। চলতি দশকের প্রথম টুর্নামেন্টেই আলবিসেলেস্তেরা উঠেছে কোয়ার্টার ফাইনালে।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার ভোর সাতটটায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্ক্যালোনির দল। এর আগে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি জানিয়েছেন, তাদের দলের সবাই গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের ব্যাপারে তারা কতটা মনোযোগী, বলেছেন সেটাও।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ছন্দ না হারিয়ে খেলাটা খুঁজে পাওয়ার চেষ্টা করা। ম্যাচটা ৯০ মিনিটের। আমরা শিরোপা জয়ের ব্যাপারে খুবই মনোযোগী। খুব ভালো একটা দল, কেবল ১১ জনের ব্যাপার না, স্ক্যালোনি আমাদের বুঝিয়েছে ২৮জনই গুরুত্বপূর্ণ। তাই কারোই শান্ত থাকার সুযোগ নেই, যে কেউ গুরুত্বপূর্ণ হতে পারে।’
সবসময়ই আর্জেন্টিনাকে ভুগতে হয় নিজেদের ডিফেন্ড নিয়ে। তাদের গুরুত্বটা বুঝেছেন ওটামেন্ডি, ‘ডিফেন্সের শক্তিটা গুরুত্বপূর্ণ। কারণ এটা ভালো অ্যাটাকে সাহায্য করে। ডিফেন্সে ভালো হলে আমরা মাঝমাঠ থেকে সব সুবিধা নিয়ে আক্রমণে যেতে পারবো।’
তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে শিরোপা জেতাটা সবচেয়ে সেরা অর্জন হবে। সব খেলোয়াড়ের ভাবনা একই রকম। আমরা দুইবার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিন্তু এবার দারুণ উৎসাহ নিয়ে খেলতে এসেছি। মূল ব্যাপারটা হচ্ছে, আমরা এখানে জিততে এসেছি এবং সেটার দিকেই তাকিয়ে আছি।’
খুলনা গেজেট/ টি আই