খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির ভিত্তিতে সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে : চিফ প্রসিকিউটর
  জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ ১৩ জনের শুনানি চলছে
  শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করা ১৭ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের

‘কোনো ওয়ার্মআপেই কাজ হবে না’

গেজেট ডেস্ক

সরকার পতন আন্দোলনের ওয়ার্মআপ শুরু হয়েছে বলে বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন তাতে কোনো কাজ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বলেছেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না।

শুক্রবার তার সরকারি বাসায় ভার্চুয়ালি ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘আপনারা দেখেছেন খেলার আগে ফুটবলাররা ওয়ার্মআপ করে। ঠিক তেমনি সারা দেশে আন্দোলনের ওয়ার্মআপ শুরু হয়েছে। যতদিন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত না হয় এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এ আন্দোলন-সংগ্রাম চলবে। আন্দোলন থামবে না।’

বিষয়টি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পতন, আন্দোলন এসব মুখরোচক শব্দবৃষ্টি করে কোনো লাভ নেই। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যান আর আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি।

‘কোনো ওয়ার্মআপেই কাজ হবে না। নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘যাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে। তারা ব্যর্থতা থেকে শিক্ষা নেয়নি বলেই ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি।’

বিএনপি নেতাদের উদ্দেশে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে নির্বাচন ছাড়া পরিবর্তনের কোনো বিকল্প নেই, তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হন।’

সরকার স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছ- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নেতারা যখন এসব কথা বলেন তখনও স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায় থাকে।’

তিনি আরও বলেন, ‘দেশবিরোধী সব অপশক্তির অভিন্ন প্লাটফর্ম হচ্ছে বিএনপি। যারা নিজেরাই স্বাধীনতার চেতনা নস্যাতে জন্মলগ্ন থেকেই অপতৎপরতা চালাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে, আওয়ামী লীগই এর সুরক্ষা দিতে পারে জনগণকে সাথে নিয়ে।’

বিএনপি এ দেশে ভোটারবিহীন নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ভোট না দেয়ার অভিযোগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়েছিল, আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষের স্বাধীন চলাচলের অধিকার হরণ করেছিল।’

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে, এগিয়ে নিয়েছেন দেশকে উন্নয়নের মহাসড়কে। এজন্যই সরকারের উন্নয়নের রাজনীতিতে বিএনপি ঈর্ষাকাতর।’

বিএনপি নিজেদের অন্ধকার ভবিষ্যৎ দেখে হতাশায় কাতর জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সামনে দাঁড়ানোর সাহস এবং বলার মতো কিছুই নেই বিএনপির। তাইতো বিএনপি মিথ্যাচারের সঙ্গী ও অপপ্রচারের বন্ধু হয়েছে, জোট বেঁধেছে অপরাজনীতির সাথে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!