কুয়াশায় ঘেরা সকাল
রাতের মেঘলা আকাশে
হেমন্ত হয়ে ওঠে আরো তপ্ত
অঘ্রাণের দেশে ধানের শিসে
শিশিরের ফোটা নেই
আল পথগুলি শুকনো বালুময়
সখীর মুখে আর হাসি ফোটে না
তার চোখ দিয়ে বয়ে চলে মরু সাহারা।
বিষণ্ণ পড়ন্ত বিকেলে
কোথায় অমিল হল
ঝিরঝিরে হিমেল হাওয়া
কাস্তে হাতে ধান কাটায়
দিনমজুরের নেই কোনো মত্ততা
মাঠ থেকে গরুর পাল
গোয়ালঘরে ফিরে এক বুক ক্লান্তি নিয়ে
এ আমরা কোথায় ভেসে চলেছি।
খুলনা গেজেট/এনএম