যশোর কোতোয়ালি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত ) আবুল বাসারের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সদর উপজেলার মানিদিহি গ্রামের আব্দুস সালামকে ২০১৮ সালে আটকের পরে ২ লাখ টাকা ঘুষ গ্রহণ এবং রিমান্ডে এনে নির্যাতনের অভিযোগে এ মামলা করা হয়েছে। বুধবার ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে মামলাটি করেছেন।
বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ায় সিআইডি পুলিশকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী মামলায় বলেছেন, তিনি ধানকল ব্যবসায়ী এবং বিএনপি যশোর জেলা কমিটির সদস্য। ২০১৮ সালের ১৩ মার্চ একটি মামলায় কোতোয়ালি থানার তৎকালীন ওসি (তদন্ত) আবুল বাসার তাকে আটক করেন। এরপর তাকে ছেড়ে দেওয়ার শর্তে ভাই বুলবুল আহম্মেদের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন ওসি বাসার। না হলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। ফলে বাধ্য হয়ে তার পরিবার দুই লাখ টাকা দেন আবুল বাসারকে। কিন্তু ছেড়ে না দিয়ে তাকে মামলায় আদালতে চালান দেন ওসি। পরে আবার রিমান্ডে এনে তাকে নির্যাতন করা হয়।
খুলনা গেজেট/এএজে