গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ৩টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
উপজেলা ফায়ার ষ্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আজ রবিবার দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বটতলায় বাবুল গাইনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগনের সহযোগিতায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। এ সময় বাবুল গাইন, নীলকান্ত বাড়ৈ ও অমর গাইনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই ৩টি দোকান পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাবুল গাইন।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা সকলেই ধার-দেনা করে এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ছিলেন। অগ্নিকান্ডের ঘটনায় এরা সর্বশান্ত হয়ে গেছে। নতুন করে ব্যবসা শুরু করার মতো এদের কোন পূঁজি নেই। এরা যদি সরকারি ভাবে সাহায্যে সহযোগিতা না পায় তাহলে নতুন করে ব্যবসা শুরু করতে পারবে না। আমি ক্ষতিগ্রস্থ ব্যবসাযীরা যাতে সরকারি সহযোগিতা পায় তার জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
খুলনা গেজেট/এ হোসেন