ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারী কেএমএইচ ডিগ্রি কলেজ (৬ তলা) একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ অক্টোবর ) বেলা ১১টার দিকে সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর -মহেশপুর ) আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
জানা যায়, বর্তমান সরকারের সরকারি কলেজ সমুহে বিজ্ঞান শিক্ষার মান উন্নয়ন প্রকল্পের আওতায় কোটচাঁদপুর সরকারী কলেজে ২০২০-২১ অর্থ বছরে ৬ কোটি টাকা ব্যয় নির্মাণে কোটচাঁদপুর সরকারী কলেজে এ ছয়তলা বিশিষ্ট ভবন নির্মানের কার্যাদেশ দেয়া হয়।
সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর অনুতোষ কুমারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ৬ তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, পৌরসভার মেয়র জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, পৌর আ’লীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম-আহবায়ক সহিদুজ্জামান সেলিম, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম, ইউপি চেয়ারম্যান নওশের আলী, মিজানুর রহমান খান, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর ইকবাল শান্তি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক শফিকুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ শাহিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আলামীন প্রমুখ ।
খুলনা গেজেট/এআইএন