খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

কেসিসি’র সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে নগর বিএনপি’র গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, সরকার জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকারের নির্বাচনেও অনিয়ম করছে। দেশের ৪২জন বিশিষ্ট নাগরিকের বক্তব্য উদ্ধৃত করে তিনি অভিযোগের সুরে বলেন, ‘এই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে, তারা অসাদাচরণ করছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।’

সোমবার (০১ ফেব্রুয়ারি) খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন- ১০ (২৯, ৩০ ও ৩১) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী রোকেয়া ফারুকের বই প্রতীকের সমর্থনে চাঁনমারী বাজার থেকে মহির বাড়ি খালপাড়সহ তৎসংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মনি আরও বলেন, আর সময় দেয়ার সুযোগ নেই। ঐক্যবদ্ধভাবে সরকারকে বিদায় করতে হবে। তিনি আগামী ১৩ ফেব্রয়ারি বিএনপি মনোনিত রোকেয়া ফারুকের বই প্রতীকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন রেহেনা ঈসা, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, আফসার উদ্দিন মাস্টার, ইশহাক তালুকদার, তৌহিদুল রহমান খোকন, প্রার্থী রোকেয়া ফারুক, ডা. ফারুক হোসেন, সিরাজুল ইসলাম লিটন, মুশফিকুর রহমান অভি, সাজ্জাদ হোসেন জিতু, ফিরোজ আহমেদ, কওসারী জাহান মঞ্জু, লোকমান মাহমুদ, সেলিম বড় মিয়া, পারভীন বেগম, তুহিন ইসলাম রনি, শাহআলম, নাজমুল, আলাউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হুসাইন ইসলাম হোসেন, জালাল, খোকন, ইউসুফ, সেলিম, রাজু, সোহাগ, মনি প্রমুখ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!