কেশবপুর হাসপাতালে দেশ জুড়ে লকডাউনের ৫০ দিনে উপজেলার সরকারি হাসপাতালে করোনা পজিটিভ ৩৭ জন ও মৃত্যু হয়েছে ১ জনের। টিকা গ্রহণ করেছে ৫৬ হাজার ৮৩৬ জন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধিদপ্তর সূত্রে জানাগেছে, করোনা মহামারির ভয়াবহতা রোধে সরকারের দেশজুড়ে জরুরী বিধিনিষেধের ফলে গত ২৩ জুলাই হতে লকডাউন শুরু হয়। লকডাউনের গত ৫০ দিনে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১৩ জনের। এরমধ্যে ব্যাট ২১৮ ও পিসিআর-১৯৫ জন। করোনা পজিটিভ রুগী পাওয়া গেছে ৩৭ জন। ৩৬ জন করোনা পজিটিভ রুগী সুস্থ হয়েছে ও উপজেলার বেতিখোলা গ্রামের অরির্ত্রী রাণী মন্ডল (৫৫) নামের ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ১০ দিনে উপজেলার সরকারি হাসপাতালে কোনো করোনা পজিটিভ রুগী পাওয়া যায়নি।
এদিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, কেশবপুরে করোনা টিকা গ্রহণের জন্য নাম রেজিষ্ট্রেশন করেছে ৫৬ হাজার ৮৩৬ জন। টিকা গ্রহণ করেছে প্রথম ধাপে ২৩ হাজার ৫৫১ জন ও দ্বিতীয় ধাপে ৭ হাজার ১৩৫ জন। তবে সরকারের নিকট হতে টিকা প্রাপ্তি সাপেক্ষে কেশবপুর হাসপাতালে টিকা প্রদান অব্যহত থাকবে বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএম