খুলনা, বাংলাদেশ | ২৮ আশ্বিন, ১৪৩১ | ১৩ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬০
  জুলাই গণহত্যার বিচারে চলতি সপ্তাহে ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ, শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরূদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে, তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তাও নেয়া হবে : চিফ প্রসিকিউটর

কেশবপুরে ভুয়া মেজর আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর থেকে সেনাবাহিনীর এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বগা মোড় থেকে মোয়াজ্জেম কবীর (৩৭) নামে ওই ভুয়া মেজরকে আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা শেখ আলী হোসেনের ছেলে মোয়াজ্জেম কবীর। তিনি নিজেকে মেজর পরিচয় দিয়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। তিনি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। এ সুবাদে তার সাথে কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের ওদুদ সরদারের পরিচয় হয়।

পরিচয়ের একপর্যায়ে ওদুদের ছেলে বিল্লাল হোসেনকে (২২) সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে গত ২০১৯ সালের ১৪ আগস্ট তাদের বাড়িতে বসে চুক্তিপত্রের মাধ্যমে নগদ ৩ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বিল্লাল হোসেনকে চাকরি দিতে ব্যর্থ হন। এ নিয়ে তিনি নানা টালবাহানা করতে থাকেন। শেষে গত ২৬ আগস্ট টাকা ফেরত চাইতে গেলে তিনি টাকা দিতে অস্বীকার করেন এবং আত্মগোপনে চলে যান। পরে বিল্লালের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৯।

এরপর মঙ্গলবার সকালে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন, এসআই অনিমেষ বিশ্বাস, এএসআই মনিরুজ্জামান মনির, মোক্তার হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বগা মোড় এলাকা থেকে ভুয়া মেজর মোয়াজ্জেম কবীরকে আটক করেন।
এ বিষয়ে কেশবপুর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ভুয়া মেজর পরিচয় দানকারী মোয়াজ্জেম কবীরকে আটক করে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!