যশোরের কেশবপুরে চাকুরী দেওয়ার কথা বলে ৫ যুবকের নিকট হতে প্রায় ৩ লাখ টাকা আত্মসাত করেছে প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
কেশবপুর থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪/৫ মাস পূর্বে কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের মৃত সাদেক মোল্যার পুত্র মোমতাজ মোল্যা ও সারুটিয়া গ্রামের ইয়াকুব আলী সরদারের পুত্র আঃ সাত্তার সরকারি হাসপাতালে ৪র্থ শ্রেণির কর্মচারী পদে চাকুরী দেওয়ার কথা বলে উপজেলার কায়েমখোলা গ্রামের মৃত কৃঞ্চপদ দাসের পুত্র হারাধনের নিকট হতে ৮০ হাজার টাকা, বিঞ্চুপদ দাসের পুত্র গনেশ কুমার দাসের ২৫ হাজার টাকা, সারুটিয়া গ্রামের কানাইলাল দাসের পুত্র শিমুল দাসের ৩০ হাজার টাকা ও নিলুদাসের পুত্র দীপংকর দাসের ২৫ হাজার টাকা ও নিমাই চন্দ্র দাসের পুত্র দেবরাজের ১ লাখ ৫০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ১০ হাজার টাকা নিয়ে আত্মসাৎ করেছে। তারা চাকরি দিতে ব্যর্থ হওয়ায় তাদের নিকট টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও এমনকি তাদের হত্যার হুমকি দিয়ে চলেছে। এর মধ্যে প্রতারক চাক্র গনেশ কুমার দাসের মোবাইল ম্যাসেন্জারে লিখেছে “আপনাকে খুলনা মেডিকেল কলেজের রিসিপশনে চাকুরী হয়েছে। ২৮/০৪/২০২২ তারিখে সকাল ৯ টার মধ্যে ওয়ার্ড মাষ্টারের নিকট হতে কাজ বুঝে নিবেন। ঐদিন খুলনা সরকারি মেডিক্যাল কলেজে গিয়ে দেখা গেছে সব কিছু ভূয়া এবং তারা তাদের সাথে প্রতারণা করেছে।
এ ব্যাপারে মোমতাজ মোল্যা ও আব্দুস সাত্তার সরদারের মুঠোফোনে এমনকি তাদের বাড়িতে যেয়েও তাদের পাওয়া যায়নি। ভুক্তভোগীরা প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কেশবপুর থানার এস আই বক্কার জানান, এ ব্যাপারে সুষ্ঠ তদন্ত চলছে। তদন্তে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।