সম্পত্তির বিরোধের জের ধরে কেশবপুরে হাজেরা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার কেশবপুর থানায় হামলাকারী ৪ জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,সম্পত্তির ভাগ-বটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খাঁর ছেলে আবুল হোসেন ও প্রতিবেশী তানজার আলীর ছেলে দিদারুলের বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শনিবার দুপুরে দিদারুল, তার স্ত্রী রেশমা, রেজাউল ও তার স্ত্রী ফিরোজাসহ লাঠিসোঠা ও ধারালো দা নিয়ে আবুল হোসেনের ঘরের আঙ্গিনা জোর করে দখল নিতে আসে। এসময় প্রথমে আবুল হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪৮) জবরদখলে বাঁধা দেওয়ায় তারা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে মাথায় কোপ মারে।স্ত্রীকে বাঁচাতে আবুল হোসেন এগিয়ে আসলে তাকেও এলাপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় তারা আবুল হোসেনের রোপনকৃত সুপারি, নারকেল গাছের চারাসহ বিভিন্ন প্রজাতির চারাগাছ কর্তন করে ব্যাপক ক্ষতিসাধন করে। মুমুর্ষবস্থায় হাজেরাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আবুল হোসেন বাদী হয়ে শনিবার রাতে উল্লেখীত ব্যক্তিদের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/কেডি