কেশবপুরে যশোরের রূপদিয়ার আলী সীড ফার্মের আয়োজনে জিংক ধানের বীজ বিক্রয় ডিলারদের এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই প্রশিক্ষণে উপজেলার ৩৫ জন ডিলার অংশগ্রহণ করেন।
উপজেলার মঙ্গলকোট ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপ জয় বিশ্বাসের সভাপতিত্বে ও আলী সীড ফার্মের মার্কেটিং অফিসার আব্দুল আওয়ালের পরিচালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মহাদেব চন্দ্র সানা। বিশেষ অতিথির বক্তব্য দেন, ফিল্ড অফিসার আব্দুল ওয়াদুদ ও আলী সীড ফার্মের ফিল্ড অফিসার রাসেল কবির। কর্মশালায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান বিন ইসলাম উপজেলার ৩৫ জন ডিলারকে প্রশিক্ষণ প্রদান করেন।
খুলনা গেজেট / এমএম