কেশবপুরের মজিদপুর এলাকায় ভরা আমন ধান চাষের মৌসুমে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সেচ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েন। যা নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বুধবার বিকেলে বৈদ্যুতিক সংযোগ দেয়ায় কৃষকদের মুখে হাঁসি ফুটেছে।
ধান রক্ষার দাবি জানিয়ে কৃষকরা উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পুনঃসংযোগ দিয়ে ধান রক্ষার জন্য আবেদন করেন এবং তাদের ক্ষতির মুখে পড়া ধান গাছ নিয়ে নারী পুরুষেরা উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন।
উপজেলার মজিদপুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে আব্দুল গণির মালিকানাধিন সেচ মোটরে এলাকার অর্ধ শতাধিক কৃষক ২০১৪ সাল থেকে আমন ও বোরো ধান আবাদ করে আসছিলো। এ সেচের আওতায় ৩০ থেকে ৩২ বিঘা জমিতে আমন ধান আবাদ চলছে। শেষ মুহুর্ত্বে কেশবপুর পল্লী বিদ্যুৎ সমিতি সেচ সংযোগের সংযোগ লাইন গত ৮ অক্টোবর বিচ্ছিন্ন করে দেয়। বর্তমান ধানে থোড় আসার সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ মুহুর্তে সংযোগ না দিলে ধান আবাদ করা সম্ভব হবে না বলে কৃষকরা জানান। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর পুনরায় সংযোগ দেয়া হয়।
খুলনা গেজেট/এনএম