খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

কে এগিয়ে?

ক্রীড়া ডেস্ক

চলমান কোপা আমেরিকার ফাইনালটা হতে যাচ্ছে ধ্রুপদী লড়াই। লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ তো আছেই। এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলারও। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির প্রতিপক্ষ ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার।

শতবর্ষ পুরনো ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইটা এবার ভিন্নমাত্রা পাচ্ছে এ দু’জনের জন্য। ক্লাব বার্সেলোনার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তারা। আবার জাতীয় দলের হয়ে খেলেছেন প্রতিপক্ষ হিসেবেও। গ্রহের সেরা দুই তারকার লড়াইটাও নিশ্চয়ই হবে দেখার মতো।

মেসি বনাম নেইমার: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

জাতীয় দলের হয়ে নিজের ১ম শিরোপা জেতার জন্য মরিয়া হয়ে আছেন ৩৪ বছর বয়সী মেসি। একটা ট্রফির জন্য তৃষ্ণার্ত হয়ে আছেন অনন্তকাল ধরে। অন্যদিকে ঘরের মাঠে নিজের দেশকে শিরোপা জেতাতে উন্মুখ নেইমারও।

এর আগে বিভিন্ন সময়ে হয়তো দেখা হয়েছে মেসি-নেইমারের। কিন্তু বড় মঞ্চে এটিই তাদের ১ম দেখা। ফাইনালে নামার আগে দেখে আসা যাক মুখোমুখি পরিসংখ্যানে তাদের পারফরম্যান্স কেমন?

মেসি বনাম নেইমার: ক্লাব প্রতিযোগিতা

২০১৭ সালের পর থেকে দু’জন খেলছেন আলাদা ক্লাবে। কিন্তু মজার ব্যাপার, ক্লাব প্রতিযোগিতায় এখন পর্যন্ত ১ বারই দেখা হয়েছে মেসি-নেইমারের। সেটিও ১০ বছর আগে!

ক’দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-পিএসজি মুখোমুখি হলেও, সে ম্যাচে খেলেন নি নেইমার। ক্লাব প্রতিযোগিতায় দু’জনের দেখা ২০১১ সালে। সেবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে নেইমারের সান্তোসের মুখোমুখি হয় মেসির বার্সেলোনা। আর্জেন্টাইন মহাতারকা ততদিনে বিশ্ব ফুটবলের সেরা তারকার খেতাব পেয়ে গেছেন। অন্যদিকে ব্রাজিলিয়ান তারকার কেবল যাত্রা শুরু। সে ম্যাচে নেইমার নিজেকে জানান দেন ফুটবল বিশ্বে। যদিও বার্সা ম্যাচটি জিতে নেয় বেশ সহজেই। সান্তোসকে উড়িয়ে দেয় ৪-০ গোলে। জোড়া গোল করেন মেসি।

মেসি বনাম নেইমার: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

ক্লাবে একসঙ্গে দু’জনে খেলেছেন দীর্ঘদিন। মেসি-নেইমার জুটিকে তখন ভয় পেত বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো। পেশাদারিত্ব ছাড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের দুই তারকা পরিণত হন বেশ ভালো বন্ধুতে। সেই বন্ধুত্ব আজও অমলিন।

মেসি বনাম নেইমার: আন্তর্জাতিক প্রতিযোগিতা

জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন মেসি-নেইমার। ১ম দেখা ২০১০ সালে একটি প্রীতি ম্যাচে। সেবার মেসির গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

২০১২ সালে আবারো দেখা দু’দলের। এবারও মেসির জাদুতে জয় পায় আর্জেন্টিনা। নাটকীয় সে ম্যাচের শেষমুহুর্তে জয়সূচক গোলসহ হ্যাটট্রিক করেন মেসি। আর্জেন্টিনা জয় পায় ৪-৩ ব্যবধানে।

মেসি বনাম নেইমার: মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে?

এর ২ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। তবে এবার জয় পায় ব্রাজিল। মেসির বিপক্ষে নেইমারের ১ম জয়। কিন্তু সে ম্যাচে পেনাল্টি মিস করেন নেইমার।

 

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!