কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক তিন দিনের সফরে ১১ সেপ্টেম্বর শনিবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১২ সেপ্টেম্বর সকাল নয়টায় খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামে আগাম সীম চাষের মাঠ পরিদর্শন, কুলবাড়িয়া গ্রামে অফ সিজন তরমুজ মাঠ পরিদর্শন এবং কুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামাবালী ও বাকরা গ্রামে গ্রীষ্মকালিন টমেটো মাঠ পরিদর্শন করবেন। মন্ত্রী বিকেল সাড়ে চারটায় যশোর সার্কিট হাউসে খুলনা ও যশোর অঞ্চল কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা ও অন্যান্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
মন্ত্রী ১৩ সেপ্টেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।
খুলনা গেজেট/ টি আই