সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে সমগ্র ভারত উত্তাল। কৃষক-ক্ষেতমজুর আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য ৮ ডিসেম্বর সারা ভারত বনধ ডেকেছে কৃষক সমন্বয় মোর্চা। এই কৃষক সমন্বয় মোর্চাতে ১২৪ টি কৃষক সংগঠন যেমন রয়েছে তেমনি রয়েছে আরো ১৩৪ টি স্হানীয় স্তরের অঙ্গ সংগঠন। মোট ২৫৮ টি সংগঠনের যৌথ রূপ হল কৃষক মোর্চা সমন্বয় মোর্চা।
এই কৃষক সমন্বয় মোর্চার আহবায়ক ও কৃষক আন্দোলনের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা বলেন, “যতক্ষণ পর্যন্ত বিজেপি সরকার সর্বনাশা কৃষি আইন বাতিল না করবে ততক্ষণ সারা ভারতের কৃষক ও ক্ষেতমজুররা লাগাতার লড়াই আন্দোলন জারি রাখবে।সরকারের কোনো কোনো শর্তাধীন আলোচনায় মোর্চা যাবে না। ৮ ডিসেম্বর একটি প্রতীকী বনধ ডাকা হয়েছে। এই বনধ চব্বিশ ঘন্টার। তারপরও যদি সরকার কৃষি আইন বাতিল না করে সরকার তাহলে লাগাতর বনধ পালন করা হবে। এই বনধকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে জাতীয় কংগ্রেস, সমস্ত বাম দল ও ধর্মনিরপেক্ষ দলগুলি। এর পিছনে রয়েছে দেশের ৭০ শতাংশ কৃষিজীবী মানুষ। এটা যেন বিজেপি সরকারের মনে থাকে।”
দেশের বিশ লাখ কৃষক আজ দিল্লি ঘিরে ফেলেছে। এটা কেবল দিল্লির আশ-পাশ রাজ্যের। এবার উত্তর-পূর্ব, পূর্ব ও দক্ষিণ ভারতের কৃষক ও ক্ষেতমজুররা আন্দোলন মুখী হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন।
এদিকে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শনিবার কলকাতার রাজপথ কাঁপল । এদিন শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিল হয়। মিছিল থেকে আট ডিসেম্বর বনধকে সফল করার আহ্বান জানানো হয়।
খুলনা গেজেট /এমএম