ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গোপাল শর্মা নামের এক কৃষকের ৮০ টি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের বলদাড়ির মাঠে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত হারানচদ্র শর্মার ছেলে। এ ঘটনায় ওই কৃষকের প্রায় ৫০-৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
কৃষক গোপাল শর্মা জানান, তিনি ওই মাঠে ১৪ শতক জমিতে গত বৈশাখ মাসে ৮০ টি কলাগাছ লাগিয়েছিলেন। কলাগাছগুলো অনেক বড় হয়েছে। এতে সার কিটনাশক ও পরিচর্যা বাবদ তার প্রায় ১৫ হাজার টাকা ব্যয় হয়েছে। আর কিছুদিন পরই গাছে কলা ধরা শুরু হবে। এই কলাগাছ থেকে তার ৫০-৬০ হাজার টাকা আয় হতো। কিন্তু কে বা কারা মঙ্গলবার রাতের আধারে তাঁর সবগুলা কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে। ফলে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন।
হরিণাকুণ্ডু থানার ওসি মোঃ আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে ভুক্তভাগী ওই কুষক থানায় কোন মৌখিক বা লিখিত অভিযাগ দেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম