পাঁচশো কৃষক সংগঠনের যৌথ মঞ্চ সারাভারত কৃষক সমন্বয় মোর্চার ডাকা বনধে সমগ্র ভারত কার্যত অচল ও স্তব্ধ। এই বনধ শুরু হয়েছে রাত বারোটা থেকেই। সমস্ত পরিবহণ বন্ধ, চলছে না জলপথ পরিবহণও। রাস্তায় নেই কোন রিক্সা বা সাইকেলও।
কৃষক-ক্ষেতমজুররা কৃষিকাজ বন্ধ করে দেওয়ায় গ্রাম-ভারত যেন শুনশান। রাজধানী দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই একেবারে স্তব্ধ । এছাড়া লখনউ, গাজিয়াবাদ, আলিগড়, কানপুর, নাসিক, বাঙ্গালোর, তিরুবনন্তপুরম, গুয়াহাটি, শ্রীনগর, ভুপাল, জয়পুর, পাঞ্জাব-হরিয়ানা-চণ্ডীগড়, জয়পুর একেবারে স্তব্ধ। দিল্লিতে ত্রিশ লাখ কৃষকের ভিড়ে দিল্লি কার্যত অবরুদ্ধ। পশ্চিমবঙ্গের জেলাগুলি এখন শুনশান আকার নিয়েছে।
এদিন জেলার কোনো এলাকায় কৃষক মাঠে নামেননি। লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধূরী বলেন, স্বাধীনতার আগে ও পরে এত বড় কৃষক-ক্ষেতমজুর বিদ্রোহ আর হয়নি।
সর্বনাশা কৃষি আইন বাতিলের দাবিতে সারা ভারতে এই বনধ ডাকে কৃষক সমন্বয় মোর্চা।
খুলনা গেজেট/এনএম