খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  মেজর সিনহা হত্যা : ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত, বুধবার থেকে শুনানি হাইকোর্টে
  ভিসি পদত্যাগের এক দফা দাবিতে কুয়েট শিক্ষার্থীদের আমরণ অনশন শুরু
  মারা গেছেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, প্রধান উপদেষ্টার শোক
  ঝটিকা মিছিলের ঘটনায় হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, মোট আটক ৪০

কৃষক আন্দোলনের সমর্থনে কলকাতার রাজপথ কাঁপল

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

জনবিরোধী কৃষক আইন বাতিল ও দিল্লিতে কৃষক- ক্ষেতমজুরদের আন্দোলনকে সংহতি জানাতে মঙ্গলবার কলকাতার রাজপথ বিক্ষোভ অবস্থান ও মিছিলে কাঁপল । এদিন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার রানীরাসমণি রোডে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছ’ টা পর্যন্ত ছ’ ঘন্টার বিক্ষোভ অবস্থান হয়েছে। ১৬ টি বাম ও সহযোগী দল এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের ডাকে এদিন এই বিক্ষোভ অবস্থানের ডাক দেয় । মোট ১৭ টি দলের নেতৃবৃন্দ ও বিক্ষোভকরীরা এদিন মোদী সরকারকে হুশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, কৃষি আইন প্রত্যাহার না করা হলে এবার লাগাতার গণ- আন্দোলনের পথে হাঁটা হবে।

এদিন হাওড়া, শিয়ালদা, নিউআলিপুর , পার্কসার্কাস সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে এদিন বাম- কংগ্রেসের মিছিল আসে । এদিনের বিক্ষোভ অবস্থানে সভাপতিত্ব করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।

বক্তব্য বলেন, সিপিআই এম রাজ্য সম্পাদক সূর্য কান্ত মিশ্র, দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, সিপি আই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লকের হাফেজ আলম সাইরানি, কংগ্রেসের আব্দুল মান্নান, মনোজ চক্রবর্তী ও প্রদীপ ভট্টাচার্য, আর এসপির মৃণ্ময় সেনগুপ্ত, পিডি এসের সমীর পুততুণ্ড, সিপি আই (এম এল) লিবারেশনের কার্তিক পাল, আর সিপি আই- এর মিহির বায়েন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, দেশের নব্বই শতাংশ মানুষের জীবন- জীবিকা নষ্ট করে বিজেপি সরকার পার পাবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা পালন করেছে পাঞ্জাব- মহারাষ্ট্র ও বাংলা। কৃষকদের এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়ে গেছে। বিহারের পাটনার গান্ধী ময়দানে আজ অবস্থান বিক্ষোভ করছেন কৃষকরা। ৩২ জন কৃষক মারা গেছেন। এই কন কনে শীতে আন্দোলন থামবেনা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!