দিল্লিতে কৃষক- খেতমজুর আন্দোলনে বাধা ও দমনপীড়নের বিরুদ্ধে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে তিন ঘন্টার ‘চাক্কা জ্যাম’ করে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করা হয়। শনিবার সমগ্র ভারত জুড়ে দুপুর বারোটা বিকেল তিনটে পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয় । এদিন রাস্তা অবরোধে ব্যাপক সাড়া পড়ে দিল্লি- কলকাতা- মুম্বই- চেন্নাই – চণ্ডীগড়- জয়পুর- রায়গড়-পাটনা- তিরুবনন্তপুরম সহ প্রতিটি রাজ্যে এর রাজধানী শহরে । আবার প্রতিটি রাজ্যের জেলা সদরগুলিতেও এই অবরোধ কর্মসূচি পালিত হয়। সারাভারত কৃষক সংঘর্ষ সমিতির অন্যতম সম্পাদক প্রদীপ সিং ঠাকুর ও অভীক সাহা বলেন, দেশ জুড়ে পাঁচশো স্হানে এই অবরোধ কর্মসূচি পালিত হয়েছে অত্যন্ত সাফল্যের সঙ্গে । পশ্চিমবঙ্গে অন্তত পঞ্চাশ জায়গায় এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ভারত নানানা প্রলোভন দিয়ে অনেককে বশ করলেও কৃষকরা কিন্তু নড়বড়ে নন।তারা জানেন আন্দোলন কীভাবে করতে হয়।
এদিকে এদিন পশ্চিমবঙ্গেও এই অবরোধ কর্মসূচি পালন করে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। এদিন কলকাতার ধর্মতলায় একঘন্টা ধরে তারা রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধ করা হয় বহরমপুর, বারাসত, ডায়মন্ডহারবার, কৃষ্ণনগর, বর্ধমান, কাটোয়া, , আসানসোল, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, জঙ্গিপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ।
খুলনা গেজেট/ টি আই