খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুয়েটে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করা হয়েছে। ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ উপাধিতে ভূষিত হবেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৭৩ তম সভায় বিষয়টি অনুমোদন করা হয়।

‘বঙ্গবন্ধু চেয়ার’ পদটি সৃষ্টি করা হয়েছে মূলত: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় জীবন ও কীর্তি, আদর্শ ও কর্ম এবং ভাষা আন্দেলন, মুক্তিযুদ্ধ, উচ্চ শিক্ষা, বাংলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার সাথে সম্পৃক্ত প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে গবেষণার জন্য। পিএইচডি ডিগ্রীধারী জাতীয়/আন্তর্জাতিকভাবে সর্বজনবিদিত বাংলাদেশী পন্ডিত, শিক্ষকতায় যার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে, যিনি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের যেকোন বিভাগের একজন প্রথিতযশা প্রফেসর তিনি নিয়োগ নীতিমালা অনুযায়ী ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবে নিয়োগ পাবেন।

‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ সম্মানীসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন। বঙ্গবন্ধু চেয়ারে যিনি বসবেন, তাঁর বঙ্গবন্ধুর জীবন ও কীর্তি, রাজনীতি, আদর্শ ও কর্ম এবং ভাষা আন্দেলন, মুক্তিযুদ্ধ, উচ্চ শিক্ষা, বাংলার ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি, প্রকৌশল ও প্রযুক্তি এবং উন্নয়ন বিষয়ে গবেষণার ক্ষেত্রে স্বীকৃত/আন্তর্জাতিক মানের অন্ততঃ ১০টি বই/নিবন্ধ/প্রবন্ধ/বুক চ্যাপ্টার থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট ‘বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটি’ নামক সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত একটি কমিটির মাধ্যমে সুপারিশকৃত যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে সিন্ডিকেটের অনুমোদনক্রমে প্রতি দফায় ২ বছরের জন্য এ নিয়োগ কার্যকর হবে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকবেন অত্র বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর (গ্রেড-১), বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক মনোনিত একজন প্রতিথযশা ব্যক্তি, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনা এর ট্রাস্টি/মনোনিত ব্যাক্তি। বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং প্রকৌশল ও প্রযুক্তির সাথে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক নানা বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরী হলো। বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি প্রথিতযশা গবেষক যিনি ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ হবেন তার হাত ধরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে বঙ্গবন্ধু চর্চার দিগন্ত প্রসারিত হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!