খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

কুয়েট ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্রলীগের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের আগামী ১০ ( দশ ) কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল – নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সেই সাথে নতুন কমিটিতে সভাপতি / সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ – প্রত্যাশীদের আগামী ১০ ( দশ ) কার্যদিবসের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ প্রদান করা হয়। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দে হলো কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক  ফুয়াদ হোসেন শাহাদাত, উপ – সমাজসেবা সম্পাদক আহমেদ নাসিম ইকবাল এবং উপ – কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদকআল – মামুন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!