কুষ্টিয়ার খোকসায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হয়েছেন নৌকার সমর্থক ইউপি সদস্যসহ চারজন। বুধবার রাত ৮টার দিকে খোকসা জয়ন্তীহাজরা ইউনিয়নের মহিশাবাতান গ্রামে ট্রাকের সমর্থকরা ইউপি সদস্যসহ চার বাড়িতে হামলা ও লুটপাট করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী জয়ন্তীহাজরা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাত ৮টার দিকে একই এলাকার মিজানের বাড়িতে হামলা হয়েছে উল্লেখ করে মাইকে এলাকার লোকজন ডেকে জড়ো করে আরিফুল ইসলাম নয়ন। পরে নয়নের নেতৃত্বে মিজানসহ প্রায় ১ থেকে দেড়শ লোক তার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর ও গোয়ালে রাখা গরুসহ সব কিছু লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, তার বাড়িতে ভাঙচুর করার পর মহিশাবাতান ও রাধানগর গ্রামের আরও তিন বাড়িতে একই ঘটনা ঘটায় ট্রাকের সমর্থকরা। নৌকার নির্বাচন করার অপরাধে ট্রাকের সমর্থকরা তার বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি তার।
খোকসা থানার ওসি আননূর জায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে রাতেই খোকসা থানায় মামলা হয়েছে।
খুলনা গেজেট/ টিএ