কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় তোয়া খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
শুক্রবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের তালবাড়িয়া রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্যামা প্রসাদ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
দোয়া খতুন পাবনা জেলার দৌগাছি ইউপির কুড়ুনিয়া গ্রামের মোকাররম মুন্সির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে লেখাপড়া করত।
এসআই শ্যমা প্রসাদ রায় বলেন, সকালে মোকাররম মুন্সি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে পাবনা থেকে কুষ্টিয়ায় আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। পথে রানাখড়িয়া শিমুলতলা বালুঘাট এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তোয়া। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভাঙাচোরা সড়কের কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/ এস আই