খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘র দুই নির্বাহী প্রকৌশলীকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ও একজনকে শারীরিকভাবে লাঞ্চিত করার ঘটনা আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করে ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছেন।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে লাঞ্ছিত করা প্রসঙ্গে মঙ্গলবার সকালে মোল্লা সোহাগ হোসেন সাংবাদিকদের বলেন, উনাকে লাঞ্ছিত করা হয়নি। গতকাল ওই প্রকৌশলীর সঙ্গে আমার দেখা হয়। সালাম বিনিময় হয়। উনি আমার সালামের উত্তর দেন। এরপর আমি উনার কাছে জানতে চাই যে, স্যার কুয়েটের কি অবস্থা এখন? উনি আমাকে বলেন, কুয়েটতো আপনারা উত্তপ্ত করেছেন। এরপর সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ নিয়ে আমি উনার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ি। এখানে তাকে হুমকি বা লাঞ্ছিত করা হয়নি।
খুলনা গেজেট/এমএম