ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ১৮ জন শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করে তাদের দ্রুত অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েটের বিএনপি ও জামাতপন্থী কর্মকর্তা -কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন মোঃ আতাউর রহমান মোড়ল, মোঃ তৈয়বুর রহমান, মোঃ সাইফুল ইসলাম মোঃ রবিউল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জালাল মুন্সী মোঃ মিজানুর রহমান, মোঃ মশিউর রহমান, মোঃ ফারুক হোসেন, মোঃ মহসিন মোড়ল, শহিদুল ইসলাম, মোঃ মহসিন, মোঃ লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ২০২৪ এর জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন, কুয়েটে ব্যাপক রাজনৈতিক প্রভাব, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, হলগুলোতে মাদকেরের আখড়া, হলে সিট বাণিজ্য, হল ডাইনিংয়ের অর্থ আত্মসাৎ, সাধারণ ও নিরীহ ছাত্র-ছাত্রী,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকসহ সকল শ্রেণির মানুষকে অমানবিক শারীরিক নির্যাতন, জীবননাশের হুমকি দেওয়াসহ এ সকল ফ্যাসিস্ট সরকারের দোসরদের কুয়েটে অবাঞ্চিত ঘোষণা করে এদেরকে কুয়েট থেকে দ্রুত অপসারণ ও বিচারের দাবি জানান। মানববন্ধন শেষে একই দাবিতে তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহান্মদ মাছুদ ‘ র কাছে স্মারকলিপি প্রদান করেন।
খুলনা গেজেট/কেডি