খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন ও আশপাশের এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছে কুয়েট কর্তৃপক্ষ। ঐ এলাকার যে সকল বাড়িতে শিক্ষার্থীরা থাকেন সে সকল বাড়ির মালিক, খানজাহান আলী, দৌলতপুর এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/ প্রতিনিধিদের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত (রুটিন ওয়ার্ক) প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, ছাত্রকল্যাণ পরিচালক, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের হল প্রভোস্ট, খানজাহান আলী, দৌলতপুর এবং আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ /প্রতিনিধিসহ বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েট প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ