খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

কুমিরের আদলে তৈরি উর্বশীর গলার হার, দাম ২৫৮ কোটির বেশি!

বিনোদন ডেস্ক

এবারের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়ও রূপের দ্যুতি ছড়িয়েছেন উর্বশী রাউতেলা। লাল গালিচায় তার গলার হার নেটিজেনদের নজর কেড়েছে। কুমিরের আদলে তৈরি গলার হার ও কানের দুল পরে কটাক্ষের শিকারও হন এই অভিনেত্রী।

এরই মাঝে বিষয়টি নিয়ে মুখ খুললেন উর্বশী। বলেন, ‘সঠিক তথ্য না জেনে লোকজন আমার নেকলেস নিয়ে উদ্ভট মন্তব্য করছেন। কিন্তু যাদের ধারণা আছে, তারা নিশ্চয় জানবেন এটা ভীষণ আইকনিক পিস। এর নেপথ্যে ঐতিহাসিক ঘটনাও রয়েছে। আমি তো জানতামও না, পরে শুনলাম ২০০৬ সালে কান চলচ্চিত্র উৎসবে এই নেকলেসটাই পরেছিলেন অভিনেত্রী মনিকা বেলুচি।’

১৯৭৫ সালে ফ্রান্সের খ্যাতনামা ব্র্যান্ড কার্টিয়ার কুমিরের আদলে এই নেকলেস তৈরি করে। ২০১৮ সালে প্রকাশিত ফোর্বসের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নেকলেসের একটি কুমির ১৮ ক্যারেটের স্বর্ণ আর ১০৬০টি পান্না (৬৬.৮৬ ক্যারেট) দিয়ে তৈরি। আরেকটি কুমিরে হলুদ হিরা দিয়ে সূক্ষ্ম কাজ করা। পুরোপুরি ৬০ ক্যারেট হিরা দিয়ে তৈরি এটা। ২০০৬ সালে ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচি কানের মঞ্চে এই কুমির নেকলেস পরেছিলেন। ২০১৯ সালেও রেড কার্পেটে একই নেকলেস পরে হাজির হন মনিকা।

বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, উর্বশী রাউতেলার এই কুমির নেকলেসের আনুমানিক মূল্য ২০০ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৫৮ কোটি টাকার বেশি।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!