খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) ও ম্যাথ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (খুবি) এর পক্ষ থেকে গত ২রা আগস্ট ২০২৪ তারিখে কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মুগ্ধে’র বাসায় তাঁর পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তাদের পরিবারের মানসিক শক্তি দেখে আমরা উপলব্ধি করি যে, ন্যায় ও মানবতার জন্য শাহাদাত বরণ করলে একটি পরিবার শোককে শক্তিতে পরিণত করে। আমরা কুআ এর পক্ষ থেকে শহীদ মীর মুগ্ধে’র পরিবারের কাছে আমাদের চলমান ওয়েলফেয়ার ফান্ড এর নাম ‘কুআ শহীদ মুগ্ধ ওয়েলফেয়ার ফান্ড’ নামকরণ করার অনুমতি চাই এবং তাঁর পরিবার আমাদের আবেদনে সম্মতি প্রদান করেন।
‘কুআ ওয়েলফেয়ার ফান্ড’ দীর্ঘদিন যাবত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। এই ওয়েল ফেয়ার ফান্ড আর্থিকভাবে অসচ্ছল অ্যালামনাই ও বর্তমান ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা, অ্যালামনাইদের চিকিৎসায় সহযোগিতা এবং তাদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে আমাদের ম্যাথ ১৯ ব্যাচের অ্যালামনাই শহীদ মীর মুগ্ধের স্মরণে ‘কুআ ওয়েলফেয়ার ফান্ড’ এর নাম পরিবর্তন করে ‘কুআ শহীদ মুগ্ধ ওয়েলফেয়ার ফান্ড’ নামকরণ করা হল।
খুলনা গেজেট/কেডি